এডভোকেট আব্দুল হক
নির্বাচন বানচালে ওয়ান ইলেভেনের কুশীলবরা চক্রান্ত করছে

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক বলেছেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান আমরা এই দলের কর্মী, এই দলের আর্দশ, এই বাংলাদেশে প্রচার ও প্রতিষ্ঠিত করতে কাজ করবো।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের সাতগাও বাজারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের আর্দশ নিয়ে রাজনীতি করছি নেতা, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হবার জন্য না। দল আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আপনাদের সাথে নিয়ে ভালবাসা নিয়ে। আগামী নির্বাচন সহজ হবে না কারন ফ্যাসিস আওয়ামীলীগ পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা রয়েছে। আর শেখ হাসিনা ভারতে বসে বসে কলকাটি নাড়ছে আর ওয়ান ইলেেভেনের কুশিলবরাও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি আমার দলের নামে নেতার নামে শ্লোগান চাই, আমার নামে শ্লোগান চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা বাস্তবায়নের জন্য আমি আমরা প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চেষ্টা করছি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি না গেলে কি হবে তা আপনারা দেখেছেন গত ১৫ বছর। আমরা নির্বাচন করবো ধানের শীষ এর কোনো ব্যক্তির না। দল যাকে মনোনয়ন দিবে তার সাথেই দলের স্বার্থে কাজ করবো বিজয়ী করবো। আমাদের সবার একটাই লক্ষ্য থাকবে সুনামগঞ্জের ৫টি আসনে দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিবো।

ফতেপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কয়েস, মোঃ ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন