শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক পরিবারকে শোকবার্তা প্রদান

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলীর পরিবারকে শোকবার্তা প্রদান করেছেন ক্লাবের সদস্যরা। মঙ্গলবার রাত ৯টায় শহরতলীর সূরভী আবাসিক এলাকায় মরহুমের বাসভবনে এ শোকবার্তা প্রদান করা হয়।

এসময় মরহুম মোহাম্মদ আলীর ছেলে সৈয়দ মোতাহের আলী শাকিল, সৈয়দ বেলায়েত আলী শিমুল ও সৈয়দ আলী আরমান সৈকত এর হাতে ক্লাব সদস্যরা এ শোকবার্তা তুলে দেন।

শোকবার্তায় ক্লাব সদস্যরা উল্লেখ করেন, মরহুম সৈয়দ মোহাম্মদ আলী সদা বিনয়ী, সাংবাদিকতা পেশায় অসাধারণ নিষ্ঠা, সততা ও সাহসিকতার জন্য সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাব এক অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর কর্মের স্মৃতি তাদের মাঝে অনুকরণীয় হয়ে থাকবে। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সালাউদ্দিন, কার্যকরী কমিটির সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সাধারণ সদস্য মিজানুর রহমান আলম, আমজাদ হোসেন বাচ্চু ও রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর শনিবার মোহাম্মদ আলী ৭৩ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন