নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল

অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে যাওয়া সাংবাদিকরা। নেপালে চলমান অস্থিরতার কারণে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সবাই। আজ বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ বিমানে তারা ঢাকায় ফিরছেন। নেপাল সফরের শুরুটা একেবারেই ভিন্ন ছিল।

দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে গোলশূন্য ড্র করে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন জামাল ভূঁইয়ারা। তবে ঠিক সেই সময়ই নেপালে শুরু হলো তরুণ প্রজন্মের বিক্ষোভ, যা অচিরেই ভয়াবহ আকার নেয়। মঙ্গলবার বাংলাদেশ–নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষমেশ তা বাতিল হয়ে যায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়।

ওই দিনই ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তারা আটকে পড়েন কাঠমান্ডুতে। টানা দুদিন উৎকণ্ঠার মধ্যেই কাটাতে হয় খেলোয়াড় ও সাংবাদিকদের।
অবশেষে গতকাল সন্ধ্যার পর স্বস্তির খবর আসে। নিশ্চিত হয় যে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে দেশে ফিরবেন সবাই।

আনফার (অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন) একটি বাসে করে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় খেলোয়াড়দের বিমানবন্দরে আনা হয়। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটটি ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করবে।
ঢাকা থেকে পাঠানো বিমানটি সেখানে পৌঁছে ইঞ্জিন বন্ধ না করেই যাত্রীদের নিয়ে দ্রুত ফিরবে। সবাইকে আগেই রাত ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ দল সে অনুযায়ী প্রস্তুত আছে।

বিমানবন্দরে উপস্থিত আছেন নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান। খেলোয়াড় ও সাংবাদিকদের দেশের বিমানে তুলে দেবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন