হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীর গোয়ালঘরে অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বসতঘর।
চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের ব্যবসায়ী গোলাম জাকারিয়া জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তার চাচি মোছাঃ ছালেহা খাতুন গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘর, লাকড়ি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন গোলাম জাকারিয়া।
গোলাম জাকারিয়া জানান, এর আগেও অজ্ঞাত দুর্বৃত্তরা আরও দুটি স্থানে খড়ের পাড়ায় আগুন দিয়েছিল। তার ধারণা, শত্রুতাবশত পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিকেলে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।