লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উদ্যোগে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ “Effective Research Proposal Writing: A Multi Disciplinary Approach” শীর্ষক কর্মশালায় গবেষণামুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন খুবই জরুরী উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষাব্যবস্থায় শিক্ষার সঙ্গে গবেষণার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাশীলতা থেকে তাদের মধ্যে গবেষণার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে করে তাদের মধ্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সক্ষমতার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, মানসম্পন্ন গবেষণা প্রপোজাল কিভাবে তৈরি করা যায় তা আজকের কর্মশালার মাধ্যমে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের এই কর্মশালার আলোকে রিসার্চ প্রপোজাল তৈরি করে জাতীয় এবং আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করে লিডিং ইউনিভার্সিটির শিক্ষকগণ প্রজেক্ট পেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং আজকের এ কর্মশালা আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়ার কোঅর্ডিনেশনে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালা পরবর্তী ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এবং কলা ও আধুনিক ভাষা এ চারটি অনুষদ থেকে শিক্ষকদের ২৪টি গবেষণা প্রপোজাল জমা প্রদান করা হয়।