দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দু-দিন ধরে চলছে ভোট গণনা। ইতোমধ্যে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের গণনা চলছে।
এরই মধ্যে ৭টি হলের তথ্যে জানা গেছে, ভিপি (সহ-সভাপতি) পদে স্বতন্ত্র ও শিবির সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পুরুষ ও নারী পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা।
শনিবার ভোর ৬টা পর্যন্ত ৭টি হলের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। দুইদিনেও ভোট গণনা শেষ হয়নি। তবে বিভিন্ন হলের অনানুষ্ঠানিক ফল বের হয়েছে। হল সংসদের ফল বিশ্লেষণ করে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি পদে বিজয়ী হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রসংসদের ফল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। শিক্ষার্থীদের মাঝে চলছে নানারকম সমীকরণ মেলানোর চেষ্টা। ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও স্বতন্ত্র প্রার্থীরা বাদে সব প্যানেল বিভিন্ন অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
জাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু ও বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জল আগে থেকেই বেশ জনপ্রিয়। শিক্ষার্থীদের মুখে সম্ভাব্য ভিপি হিসেবে তাদের নাম শোনা যাচ্ছে।