জাকসু নির্বাচনে হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে এই ফলাফল ঘোষণা শুরু হয়।

এর আগে বিকেলে ৫টা ৫ মিনিটে করা নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনার ও সদস্য সদস্যসচিব সিনেট কক্ষে প্রবেশ করেন। মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫টা ১৫ মিনিটে হল সংসদের চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

হল সংসেদের বিজয়ী হলেন যারা

আল বেরুনী হল

ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান। আল বেরুনী হলের এজিএস হলেন সাদমান হাসান খান।

নবাব জয়জুন্নেসা হল

ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জয় পেয়েছেন। হয়েছেন জিএস সুমাইয়া খানম।

জাহানারা ইমাম হল

ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন (গণিত)। জিএস পদে জয়লাভ করেছেন রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ)।

১০নং ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব)

ভিপি পদে জয় পেয়েছেন আসিফ মিয়া (সরকার ও রাজনীতি)। মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক) জিএস পদে জয়লাভ করেছেন।

১৫নং ছাত্রী হল

ভিপি পদে শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন। জিএস পদে জয়লাভ করেন মেহনাজ মোহনা।

শহীদ সালাম-বরকত হল

ভিপি পদে মারুফ হোসেন (রসায়ন) জয় পেলেন। জিএস পদে জয় পেয়েছেন মাসুদ রানা (ইতিহাস)।

সুফিয়া কামাল হল

জান্নাতুল নাইম জেরিন ভিপি পদে জয়ী হয়েছেন। জিএস পদে জয় পেয়েছেন রুবিনা জাহান।

মওলানা ভাসানী হল

ভিপি পদে বিজয়ী হন আব্দুল হাই স্বপন (গণিত)। জিএস পদে হৃদয় পোদ্দার (লোক প্রশাসন) জয়লাভ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন