হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মদক্ষতা বৃদ্ধি এবং অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সুপার নিজে হাতে অফিসার ও ফোর্সদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা দেন। কল্যাণ সভার পর জেলা পুলিশের কার্যালয়ে আগস্ট-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ জেলার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।