বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, বারহাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম এবং কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজাদ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান, আজীবন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন, অলি চৌধুরী, পৃষ্ঠপোষক ইসতিয়াক আজিম চৌধুরী জনি, রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা সাদিক আহমদ তাপাদার, উপদেষ্টা ছদিওল হোসাইন, আজীবন সদস্য সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রিমন আহমদ চৌধুরী, জাহেদ আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনূল ইসলাম, খোকন দাস, নবেন্দ্র দাস শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বারহাল ছাত্র পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আগামী দিনের সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের বর্তমান সভাপতি শাফায়াত রশিদ চৌধুরী। যৌথ সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক তাহসিন আহমদ চৌধুরী ও অর্থ সম্পাদক ইহতিয়াক আহমদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক ইয়ামিন আহমদ।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বারহাল ছাত্র পরিষদ অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপণ ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।