শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা
অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান


শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বলেন, অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এসময় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ সালের সংশোধিত ২৫টি ধারা এবং সাংবাদিকদের অধিকার বিষয়ক প্রেস আপিল বোর্ডের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার উপ- পরিদর্শক নৃপেন্দ্র বিশ্বাস।

সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ প্রায় ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন