জাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে বিজয়ী হলেন মৌলভীবাজারের রাহুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নাট্য সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান রাহুল ইসলাম হামি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে ঘোষিত ফলাফলে দেখা যায়, রাহুল ইসলাম মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী ইগিমি চাকমাকে পরাজিত করেন। রাহুল পেয়েছেন ১,৯২৯ ভোট এবং ইগিমি পেয়েছেন ১,৯২৮ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু জয়লাভ করেছেন। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আদিবকে ৯৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ঘোষিত ফলাফলে জিতু পান ৩,৩৩৪ ভোট এবং আদিব পান ২,৩৯২ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, জাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। ফলাফল ঘোষণার পর বিভিন্ন হলে আনন্দ-উল্লাসের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন