ই/স/রা/য়ে/লি ভ/য়া/ব/হ হা/ম/লা/য় ২৫ ফি/লি/স্তি/নি নি/হ/ত

গাজায় আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবারের এই হামলায় কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ১৬ জন। খবর আলজাজিরার।

এদিকে ইসরায়েলি হামলায় গত চার দিনে গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি।

এর মধ্যে রয়েছে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক, যেগুলো বর্তমানে হাজারো বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এক্সে দেওয়া এক পোস্টে লাজারিনি জানান, গাজায় মানবিক সহায়তা বিতরণে দায়িত্বরত ইউএনআরডব্লিউএ বাধ্য হয়ে বিচ ক্যাম্পে অবস্থিত বৃহত্তম শরণার্থী শিবিরগুলোর একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখন গুরুত্বপূর্ণ পানি ও স্যানিটেশন সেবা মাত্র অর্ধেক সক্ষমতায় চলছে।

এদিকে গাজা সিটিতে একের পর এক ভবন ধ্বংস করে চলেছে ইসরায়েল।

উত্তরাঞ্চলীয় নগরী দখল ও জনসংখ্যাকে জোরপূর্বক উচ্ছেদের লক্ষ্যে তারা এই হামলা চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন