জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর সুফিয়ানের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে নেমে নিখোঁজ পর্যটক আবু সুফিয়ানের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার সুফিয়ানসহ আটজন জাফলংয়ে বেড়াতে আসেন। ওই দিন শেষ বিকেলে জাফলং জিরো পয়েন্ট ঝর্নার ঘাট এলাকায় পানিতে সাঁতার কাটতে নামেন তাঁরা। এ সময় স্রোতের টানে পানিতে তলিয়ে নিখোঁজ হন সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পেতে ব্যর্থ হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন