বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক অফিস সেক্রেটারি মো. নাহিদ আহমদ জাফরানের ভাই মো. নাদের আহমদ কামরান নিখোঁজ হওয়ার দুই দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ কামরানে বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুড়িকান্দি এলাকার রসগ্রামে।
জানা গেছে, বড়লেখা উপজেলার বাসিন্দা কামরান গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শপিংয়ের উদ্দেশ্যে সিলেট যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া পুলিশেও অভিযোগ জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক অগ্রগতি নেই।
নিখোঁজ কামরানের পরিবারের দাবি, তাদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি শত্রুতার শিকার হতে পারেন। কামরান ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, আগস্ট ২০২৪ এর পর থেকে স্থানীয় কিছু বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি, নিখোঁজের পেছনে এদের হাত রয়েছে।