চুনারুঘাট সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

জ্ঞানই আলোকবর্তিকা, শিক্ষা তার দিশারী- এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান নয়, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৎ চরিত্র গঠনে মনোযোগী হতে হবে। তোমরাই আগামী দিনের পরিবর্তনের অগ্রদূত। নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আজকের এই নবীন মুখগুলোই আগামী দিনে আমাদের কলেজের গৌরব বয়ে আনবে। শিক্ষা শুধু পরীক্ষার খাতা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলে। দিনব্যাপী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং করতালির মধ্য দিয়ে মঞ্চে আসন গ্রহণ করে তারা। এসময় কলেজ ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কুতুব আলী মীর, যুগ্ম আহ্বায়ক জুয়েল মজুমদার, মোস্তফা কামাল হৃদয়, এমদাদুল হক ইমন, জামশেদ আলী রাসেল, কামরুল হাসান, আতিকুর রহমান রোকন, মোঃ জুয়েল কাদের ওমর, পারভেজ, মসিউর ভুইয়াসহ নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন