কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় গেল দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন সহ-সভাপতি মাসুক রানা। সভায় আগামী ১৫ দিনের মধ্যে ২০২৫-২৭ সেশনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাছ আলী, নির্বাহী সদস্য নোমান আহমদ, সদস্য লিটন মাহমুদ খান, এমরান আলী, ইফতেখার মাহমুদ পাভেল, শামীম আহমেদ, মহিবুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন