প্যারিসে ৬ লাখ ইউরোর সোনা চুরি, নিখোঁজ অমূল্য ব্রেসলেট

বিশ্বজুড়ে বড় বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও জাদুঘরে সম্প্রতি একের পর এক চুরি ও নিখোঁজের ঘটনা ঘটছে। প্যারিসের ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে প্রায় ছয় লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি ৬৩ লাখ টাকা) মূল্যের স্বর্ণের নমুনা চুরি হয়েছে। অন্যদিকে কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামের একটি ল্যাব থেকে হারিয়ে গেছে তিন হাজার বছরেরও বেশি পুরনো স্বর্ণের ব্রেসলেট।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে মঙ্গলবার সকালে মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা চুরির ঘটনা টের পান।

ফরাসি দৈনিক লা পারিসিয়েন জানিয়েছে, চোরেরা একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ও ব্লোটর্চ ব্যবহার করে মিউজিয়ামে ঢোকে। গত জুলাই মাসে মিউজিয়ামের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা সাইবার হামলায় অকার্যকর হয়ে পড়েছিল—চোরেরা এই দুর্বলতার সুযোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বাজারমূল্য প্রায় ৬ লাখ ইউরো হলেও ঐতিহ্যগতভাবে এর মূল্য অমূল্য। এক মাসের মধ্যে ফ্রান্সের অন্য দুটি মিউজিয়ামেও মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম বলেছে, ‘এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে।’

এদিকে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় মঙ্গলবার রাতে জানিয়েছে, কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামের রেস্টোরেশন ল্যাব থেকে নিখোঁজ হয়েছে তিন হাজার বছরেরও বেশি পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট। মিশরের ২১তম রাজবংশের (খ্রিস্টপূর্ব ১০৭০–৯৪৫) আমেনেমোপে ফারাওয়ের আমলের এই ব্রেসলেটটি ছিল ল্যাপিস লাজুলি পাথরের দানা বসানো সোনার ব্যান্ড। ঘটনাটি তদন্তাধীন থাকলেও মিশরের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

কায়রোর তাহরির স্কোয়ারের ইজিপশিয়ান মিউজিয়ামে বর্তমানে এক লাখ ৭০ হাজারেরও বেশি প্রত্নবস্তু রয়েছে। নভেম্বরের ১ তারিখে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনের আগে এই নিখোঁজ হওয়া বিশেষ উদ্বেগের জন্ম দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন