শাবিপ্রবি গণিত সমিতির নেতৃত্বে মাহবুবুর ও সোহান


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি পদে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহানুর রহমান সোহান নির্বাচিত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিভাগের সমিতিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মেহরাব হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহুল জান্নাত কানিজ , দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক সিরাজুল ইসলাম, আইসিটি সম্পাদক মো. দেলোয়ার মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. হাদিন সিকদার, প্রচার, বিপণন ও প্রকাশনা সম্পাদক শিহাব আক্তার চৌধুরী, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা, বিতর্ক সম্পাদক রুবনা আক্তার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক মো. নাসিম মিয়া ও সমাজকল্যাণ সম্পাদক সাকিব চৌধুরী।

এছাড়া সিনিয়র নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শরিফুন্নাহার, এস. এম. মাহমুদ হোসেন, বিজয় কৃষ্ণ দাস, শাখাওয়াত হোসাইন রাকিব ও মো. আজহার হোসাইন ।

এতে নির্বাহী সদস্য পদে শাহাদ উদ্দিন, মো. রাব্বি ইসলাম, জিয়াউর রহমান, ইলা আক্তার, মো. আবু হুযাইফা, তাওহীদুল ইসলাম, অনিক সরকার, তাজনীন সুলতানা, মো. জোবায়ের হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে আরো ৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন