নবীগঞ্জ পৌরকর সেবা সপ্তাহ শুভ উদ্বোধন

নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌরকর সেবা সপ্তাহ-২০২৫’ শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর সেবার উন্নয়নে, কর দেব খুশিমনে’ এই শ্লোগান নিয়ে পৌর কর সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার সাঁট লিপিকার সুরঞ্জিত দাশ, স্যানিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা রাণী বণিক, কার্যসহকারী মো. আবু মুছা, টিকাদান সুপারভাইজার বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নঃ সহঃ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকার সহ পৌরসভার সম্মানিত করদাতাবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ৫৪ হাজার ৫শত টাকা কর প্রদানকারী আঃ হেকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ‘জুন-আগস্ট ২০২৫’ শতভাগ জন্মনিবন্ধনে বিশেষ অবদান রাখায় পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর সেবা সপ্তাহ চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন