শাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়া সম্প্রসারণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়া সম্প্রসারণ করে ২য় তলার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার ও দ্বিতীয় তলার সম্প্রসারণের লক্ষ্য হল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রয়োজন এবং স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুশৃঙ্খল, স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার পরিবেশ নিশ্চিত করা।

সেন্ট্রাল ক্যাফেটেরিয়া ও ফুড কোর্ট পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন