শায়েস্তাগঞ্জ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় নিয়মিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
নেতৃত্ব দেন ইনস্পেক্টর সঞ্জয় চক্রবর্তী। পুলিশ জানায়, ঢাকা অভিমুখী একটি খোলা পিকআপ (সিলেট মেট্রো-ন ১১-০৮৫৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ভারতীয় তৈরি Clop-G (Clobetasol Propionate & Gentamicin cream) নামের ঔষধের ৩৫ কার্টুনে ৬ হাজার পিস এবং ভারতীয় তৈরি ফুচকা ১৫ বস্তা (প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৭৫০ কেজি) উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাড়ির চালক মো. নবী হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আলীপুর গ্রামের বাসিন্দা, মো. মঞ্জিল মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, জব্দকৃত ঔষধ ও খাদ্যপণ্য সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।