বাহুবলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

হবিগঞ্জের বাহুবলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও এস আই মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি জহিরুল ইসলাম, পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস আহমেদ, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সুকান্ত চৌধুরী, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মােঃ শামীম আহমেদ, বাবু নিরঞ্জন সাহা নিরুসহ ৫২টি পূজা মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন