সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতার এক উজ্জল নক্ষত্র। কাজের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য তাকে তুলেছিল এক অনন্য উচ্চতায়। আবুল মোহাম্মদ সাংবাদিকতা পেশার মান উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হলো।

শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন