চীনা গবেষকরা এমন এক যন্ত্র উদ্ভাবন করেছেন, যা চাঁদের মাটি গলিয়ে ইট বানাতে পারবে। আনহুই প্রদেশের হফেই শহরে চলমান ২০২৫ ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশনে একটি মহাকাশ প্রযুক্তি গবেষণাগার নিয়ে এলো এ চমকপ্রদ আবিষ্কার।
যন্ত্রটি চাঁদের পৃষ্ঠে পড়া সূর্যের তাপকে বিশেষভাবে ১ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াসে পরিণত করে চাঁদের ঝুরঝুরে মাটি গলিয়ে দিতে পারবে। সেটাকেই পরে রূপ দেওয়া হবে ইটে।
এভাবে তৈরি ইট দিয়ে চাঁদে তৈরি হবে সড়ক ও অবকাঠামো, যা ভবিষ্যৎ চন্দ্র গবেষণা স্টেশন নির্মাণের কাজ সম্ভব করবে। হফেইয়ের ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি জানিয়েছে, এ যন্ত্রে প্যারাবলিক রিফ্লেক্টর ও ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সূর্যালোকের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে তিন হাজার গুণ বাড়াতে পারে। চাঁদের বিভিন্ন ধরনের মাটির সঙ্গে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করতে গবেষকরা একাধিক সিমুলেটেড লুনার সয়েল তৈরি করে সফল সম্পন্ন করেছেন।
ইতোমধ্যে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন নির্মাণ পরিকল্পনা নিয়েছে চীন।
এর প্রথম ধাপের কাজ শেষ হবে ২০৩৫ সালের মধ্যে—চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে। ২০৪০-এর দশকে হবে এর বাকি অংশ। ওই সম্মেলনে আরো দেখানো হয়েছে, রকেটের জন্য পুনঃব্যবহারযোগ্য হিট শিল্ড, চিপ তৈরির কম্পিউটেশনাল লিথোগ্রাফি প্ল্যাটফরম, নন-ইনভেসিভ ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সিস্টেম এবং বুদ্ধিমান রোবট প্রযুক্তির সর্বজনীন প্ল্যাটফরম। সূত্র : সিএমজি