শাবিপ্রবির করতোয়া এসোসিয়েশনের নেতৃত্বে সেলিম ও সাদ গালিব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বগুড়া থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন করতোয়া এসোসিয়েশনের ১৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সেলিম রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাদ গলিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আতিকা বুশরা, সহ সভাপতি: সোহাগী আক্তার, নাফিউল হাসনাত শোভন, সেলিনা, সাজিদ, সাংগঠনিক সম্পাদক নসিব উদ্দিন মুরাদ, সহ সাধারণ, সম্পাদক জাহিদ হাসান জিহাদ, নুর হাসনাত শৈশব, মাহমুদা, আদিল সরকার, জাকিয়া চৈতী, আবু সাঈদ, কোষাধ্যক্ষ জাকারিয়া, অফিস সম্পাদক সোবহান সুমন, প্রচার সম্পাদক রুহুল আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক জাহিমা নাহার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওসার হাবিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক, এছাড়াও উক্ত কার্যনির্বাহী কমিটিতে জাবির, মুন্না, স্বর্ণা, ইয়ারমিন, তামান্না তাসনিম, কনক, আনোয়ার সাদাত, নাহিন মুনকার, লিংকন, হাবিবুর, সাগর, নাজমুল, মুতাসিমুল প্রমুখ শিক্ষার্থী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন