ধোপাজান নদীতে অস্বচ্ছ প্রক্রিয়া লিমপিড নামক কোম্পানি কর্তৃক বালু উত্তোলন বন্ধ এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা করে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে ও অনুমতি প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জের পরিবেশবাদী সংগঠনগুলোর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন, আন্ত:উপজেলা অধিকার পরিষদ,ফোরাম অব ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ইন্জিন চালিত শ্রমিক সমবায় সমিতি সহ ৫টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
এতে সভাপতিত্ব করেন নুরুল হক আফেন্দি ও ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবেশক রক্ষা আন্দোলন সভাপতি একেএম আবু নাসার, ফোরান অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট সভাপতি আবুল হোসেন, হাউসনির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি মিজানুর রহমান, সুনামগঞ্জ আন্ত উপজেলা অধিকার পরিষদ সদস্য খলিলুর রহমান, শ্রমিক নেতা মাসহুদুল মামুন রেসিন, সুনামগঞ্জ সদর উপজেলা ইঞ্জিন চালিত বারকি সমবায় সমিতি লিমিটেড সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক নেতা আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা ধোপাদার নদীকে লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানির অবৈধ হাত থেকে মুক্ত করে পরিবেশ সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।