জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন


‎জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‎সভায় জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রব।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, সাচনা বাজার উপ-শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মন্ডল, ডেপুটি জুনিয়র অফিসার আনিসুল হক চৌধুরী মুন ও দুই বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী।

‎এসময় বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত”। তাই তাদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পূবালী ব্যাংক চালু করেছে স্কুল ব্যাংকিং সুবিধা। এর মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খুব অল্প টাকাতেই সঞ্চয়ী হিসাব খুলতে পারে। এতে নেই কোনো জটিলতা, বরং সহজ শর্তে তারা টাকা জমাতে ও উত্তোলন করতে পারে। এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সঞ্চয়ই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন