সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে ৭১ ও ২৪ এর পরাজিত শত্রুরা বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে মিথ্যাচারে মেতে উঠেছে। নির্বাচন বানচালের জন্য স্বাধীনতা বিরোধী শক্তি পি আর এর পদ্ধতির দাবি আদায়ের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একই সাথে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে বিএনপি ও তারেক রহমান এর উপর আস্থা রেখে ধানের শীষের পক্ষে থাকতে হবে।
বুধবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা কালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুরুজ আলী। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন লকুস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা এলাইছ মিয়া। সভা শেষে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকারিয়া আরপিন ফয়সল, দক্ষিণ সুরমার বাসিন্দা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, কয়েস আহমদ, দিহান আহমদ হারুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমদ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, শিপার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ,রাসেল আহমদ, এনামুল হক, ছাত্রদল নেতা জিয়া চৌধুরী লাভলু, শানুর আহমদ,শেখ নাদিম আহমদ, উপজেলা ও মোগলাবাজার ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে জয়নাল আবেদীন, আলী হোসেন, রিপন আহমদ, রেজাউল, হাসান, রুবেল,জাকির, আবুল কালাম সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।