প্রেমিকের টানে বাসে চড়ে ঢাকা, ঘুম ভাঙতেই বিপদে স্কুলছাত্রী…

‎হবিগঞ্জের দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে চেপে রওনা দেন রংপুরের উদ্দেশে। কিন্তু ঘুমিয়ে যাওয়ায় গভীর রাতে গাড়িটি ঢাকায় এসে পৌঁছালে মেয়েটি পড়েন বিপাকে।

এ ঘটনায় বাসে থাকা যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই কিশোরীকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করেন।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় ওই কিশোরীকে মহাখালী বাস টার্মিনাল থেকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবায় কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বাড়িতে না জানিয়ে হবিগঞ্জ থেকে এক কিশোরী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে রংপুর রওনা দেন। হবিগঞ্জ থেকে গাজীপুর নেমে সেখান থেকে অন্য আরেকটি বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি গাড়িতে ঘুমিয়ে যাওয়ায় গাজীপুর নামতে পারেনি।’

তিনি জানান, বাসটি গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছায়। বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাস স্টাফরা কিশোরীকে নানা জেরা করছিলেন। এই অবস্থায় একজন বাস যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

আনোয়ার সাত্তার আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানিয়ে দেওয়া হয়। এরপর সেখান থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আমরা ওই কিশোরীকে মহাখালী বাস টার্মিনাল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। তার মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন