মাধবপুরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সাতটি পূজামণ্ডপের প্রস্তুতি পরিস্থিতি পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি পূজামণ্ডপগুলো ঘুরে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন মতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহাবুর রহমান, এসআই মামুন, এসআই মজিদ,সেনাবাহিনীর একটি চৌকস দল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান সোহাগসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

ওসি শহিদ উল্যা বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার সময় প্রতিটি মণ্ডপে টহল ও নজরদারি বাড়ানো হবে।”

চেয়ারম্যান মাহাবুর রহমান জানান, পূজাকে ঘিরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। স্থানীয় নেতৃবৃন্দও পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন