সুনামগঞ্জের মধ্যনগরে প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার সংলগ্ন কাচারিঘাট এলাকার মেতরপট্টিতে যৌথ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অংশগ্রহনের মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান, মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”এ বিষয়ে ওসি মনিবুর রহমান জানান,“আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকি। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে চুলাই মদ তৈরির আলামত পাওয়া গেছে, যা পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি ও মাদক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর পূজার সময় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”