সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ।
রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি পূজামণ্ডপগুলোতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন এবং আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
এসময় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর জন্যও অনুরোধ করছি। তিনি জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (এসবি) ও সাইবার মনিটরিং টিমসহ জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।