মাধবপুরে সৈয়দ মো: ফয়সল
চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে পাশে আছি


হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সোমবার মাধবপুর উপজেলার বিভিন্ন চা বাগান ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

দিনব্যাপী তিনি তেলিয়াপাড়া, জগদীশপুর, নোয়াপাড়া চা বাগানসহ তেলিয়াপাড়া বাজারের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

চা শ্রমিক ও পূজারীদের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “আমি আপনাদের লোক, আপনাদের দাবীদার। চা শ্রমিকরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের ঘাম-পরিশ্রমে দেশের অর্থনীতি এগিয়ে চলছে। অথচ জীবনমান ও অধিকার রক্ষায় আপনারা এখনও বঞ্চিত। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। পূজা মণ্ডপে এসে আমি শুধু অনুদান দিইনি, বরং আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। মাধবপুরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক সম্প্রীতি নষ্ট করা যাবে না। পূজার আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার আনন্দ।”

চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জাতীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আমি নির্বাচিত হলে এসব ইস্যু সংসদে জোরালোভাবে উত্থাপন করব। চা শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলেই শিল্প এগিয়ে যাবে।”

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে সহায়ক হবে।

এসময় তেলিয়াপাড়া চা বাগান সভাপতি খোকন পান তাতি বলেন, “৫ আগস্টের সৈয়দ মো. ফয়সল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ মো. সাফকাত ও আমাদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী আমাদের পাশে ছিলেন। তাই আমরা আগামী নির্বাচনে বর্ষিয়ান জননেতা সৈয়দ মো. ফয়সলকে সমর্থন জানিয়েছি।”

উল্লেখ্য, আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-৪ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। অতীতেও তিনি চা শ্রমিকদের অধিকার, বাগানের উন্নয়ন ও স্থানীয় জনগণের দাবি-দাওয়ার পক্ষে আন্দোলন করে আসছেন। এবারের পূজা উপলক্ষে তার পরিদর্শন ও অনুদান প্রদান কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন