ড. ফয়েজ উদ্দিন এমবিই’র গণসংযোগ অব্যাহত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র গণসংযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়।

ওইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে তাঁর পক্ষে দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল, ধোপাঘাট, চকেরবাজার, চারিকাটির রাস্তার মুখ, নয়াবাজার, কলাবাগান, জালালপুর, বৈরাগীবাজার, বালাগঞ্জের দেওয়ানবাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

গণসংযোগকালে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই মো. নিজাম উদ্দিন বলেন, গরীবের ডাক্তার খ্যাত আমাদেও বড় ভাই প্রফেসর ডাক্তার আলাউদ্দিন এফআরসিএস এলাকায় বিনা পয়সায় রোগী দেখে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর সমাজসেবার ব্রত থেকে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই সমাজসেবার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি বলেন, ফয়েজ উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে। আমাদেও সাথে সাথে এলাকার ভোটাররাও মনে করেন ফয়েজ উদ্দিন মনোনয়ন পেলে এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, আতিক মিয়া, জাহিদুল ইসলাম জুনান, শাহ জাহান, সাহান আহমদ, রুমেল আহমদ, কাইয়ুম মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন