সীমান্ত অঞ্চলে ৫৫ বিজিবির তিন স্তরের নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এক মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে মোট ৬০টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২২টি, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১৮টি এবং মাধবপুর উপজেলায় ২০টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ব্যাটালিয়নের ২ কিলোমিটারের মধ্যে আরও একটি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কর্নেল সোহেল-উস-সামাদ বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক গতিবিধি প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করা হচ্ছে। তিনি আরও জানান, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল টহল, রেকি কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। কোনো গুজব বা বিভ্রান্তি রোধে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের সহযোগিতা ছাড়া নিরাপত্তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। সেক্টর কমান্ডার বলেন, পূজার সময় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা দিলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে। হবিগঞ্জ ৫৫ বিজিবি সর্বদা দেশের নিরাপত্তা ও জনগণের কল্যাণে সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।

এসময় হবিগঞ্জের ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন