জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসবে গর্বের ছোঁয়া চৈতালী সংঘের গুনিজন সম্মাননা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চৈতালী সংঘের আয়োজনে এবারের “সম্মাননা স্বারক প্রদান” বুধবার (০১ অক্টোবর) রাতে চৈতালী সংঘের পূজামন্ডপে এক অভূতপূর্ব ধর্মীয় ও সামাজিক সম্মিলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও পূজা আয়োজনে ছিল একাধিক দৃষ্টিনন্দন আয়োজন, তবে এবারের প্রধান অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী ভাবনা, পরিকল্পনা ও বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণসমূহঃ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন, দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদান ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান পূজায় বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। চৈতালি সংঘর সভাপতিকে সম্মান ক্রেস্ট প্রদান করেন চৈতালি সংঘের সাধারণ সম্পাদক চন্দন সাহা। অন্যান্য সবাইকে সম্মাননা টেস্ট প্রদান করেন চৈতালি সংঘের সভাপতি এডভোকেট অশেষ কর।

সম্মাননা ক্রেস্ট প্রদান প্রাপ্তরা হলেন-উপদেষ্টা ও এলাকার প্রবীণ ব্যক্তি সুখেন্দু বিকাশ দাস শংকর, প্রধান উপদেষ্টা সুজিত দে, বিশেষ উপদেষ্টা রতন বনিক, দীপক দাস, উপদেষ্টা মৃন্ময় কান্তি দাস ফুলু, উত্তম চৌধুরী, নিহার রঞ্জন দাস বাচ্চু, বিশ্বজিৎ দত্ত বিমান, পৃষ্ঠপোষক বিশ্বনাথ পাল, জহর দাস, সভাপতি এডভোকেট অশেষ কর, সহ-সভাপতি গৌতম বনিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ-সাধারণ সম্পাদক নির্মল কুমার রায় রাজা, অর্থ সম্পাদক পঙ্কজ দাস, অর্থ উপরিষদের আহবায়ক সান্তনু দাস পান্না, আহবায়ক সাংগঠনিক উপরিষদ নিহার কুমার রায়, আহবায়ক ব্যবস্থাপনা উপরিষদ মৃদুলাল ভট্টাচার্য অপু, আহবায়ক সাজসজ্জা উপ-পরিষদ বিবেক কর, যুগ্ম আহবায়ক সাজসজ্জা উপপরিষদ কপিলেশ্বর দেব অনুপ,আহবায়ক পূজাচনা ও পরিচালনা উপপরিষদ বিপ্রজিত দত্ত বিরাজ, যুগ্ম আহবায়ক পূজার্চনা ও পরিচালনা উপ পরিষদ বিশাল রুদ্র সেন, আহবায়ক প্রসাদ বিতরণ উপ পরিষদ কেশব সেন সেন প্রমুখ।

জনসাধারণের অংশগ্রহণ: প্রতিবছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য বেশি। পুরো এলাকা যেন রঙিন আলো, বর্ণিল সাজ ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। সামাজিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন দেখা যায় পূজামন্ডপে।

পূজা কমিটির বার্তা: পূজা কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, “আমাদের লক্ষ্য শুধু দেবীর আরাধনা নয়, সমাজে সম্প্রীতি, মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা। আমরা কৃতজ্ঞ সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন