ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোনো ভাবেই সফল হবে না। মনে রাখবেন আগামীতে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।
বুধবার (১ অক্টোবর) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,দেশের জনগন ব্যালটের সীল মেরে ভোট দিতে চায় যা গত ১৭ বছরে কোনো নির্বাচনে দিতে পারে নি। বিএনপির কর্মীরা আন্দোলন,মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকে আস্থা অর্জন করছে এটাই মূল শক্তি। ভাল মন্দ বিবেচনা করে আগামী দিনের কাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের দায়িত্ব দিবে তার সিদ্ধান্ত গ্রহণকারী এক মাত্র জনগণ।
তিনি আরও বলেন,আগামীতে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগনেই মুল শক্তি যা ফ্যাসিস আওয়ামিলীগ সরকার ভুলে গিয়েছিল।
এখন দেশের তরুণরা উজ্জীবিত, প্রবীণরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই নিশ্চিত পরাজয় জেনে নানা তালবাহানা করছে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যা মূলত নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র।
আনিসুল হক বলেন,“আজকের কর্মী সম্মেলন প্রমাণ করেছে, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মানুষ বিএনপির পাশে আছে। আমাদের কর্মীরা শুধু আন্দোলনে নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করছে এটাই আমাদের মূল শক্তি।
তিনি আরও বলেন,“কয়েকটি রাজনৈতিক দল জনগণের সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়ায় তারা নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে। কোনো লাভ হবে না। দেশের জনগন সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.বাদল মিয়া,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা কৃষকদল সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া মেম্বার, সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কবির মজুমদার, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবউল্লাহ এবং ধর্মপাশা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।
এছাড়া সম্মেলনে ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।