বানিয়াচংয়ে ডা. জীবনের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ষষ্ঠীর দিন থেকেই হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ও সদরের বাইরে বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় শুরু করেন।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়নের মার্কুলী গ্রাম, সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর মণ্ডপ, বানিয়াচং স্থানীয় সদরের রায়েরপাড়া আশ্রম এবং জাতুকর্ণপাড়া শিববাড়ীসহ বিভিন্ন স্থানের পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশের সামাজিক সম্প্রীতির প্রতীক। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। তারা বিভিন্ন মণ্ডপের আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয় নেতারা জানান, ডা. সাখাওয়াত হাসান জীবনের এ সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ইতিবাচক বার্তা দিয়েছে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন