জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জে জমিয়তের সিরাত সম্মেলন অনুষ্ঠিত

জমিয়ত উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সা এর ভূমিকা শীর্ষক সিরাত সম্মেলন ২ অক্টোবর বৃহস্পতিবার স্হানীয় রানিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফজল আহমদ আহমদ সভাপতিত্বে বাস্তব কমিটির সদস্যসচিব হাফিজ শাহীনুর রহমান শাহীন,মাওলানা তোফায়েল আহমদ কামরান,মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাস্তব কমিটির আহ্বায়ক মাওলানা মুজাহিদ খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাসেমী, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাধারণ মাওলানা মুতিউর রহমান, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক, কারানির্যাতিত মাজলুম আলেমে দ্বীন, জমিয়তনেতা হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদী,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার প্রধান উপদেষ্টা জমিয়তনেতা মাওলানা জমির উদ্দীন সাহেব, শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক,,উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বাহা উদ্দিন, সিলেট মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক মো; রেজাউল হক রেজা এলএলএম, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দীন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুয়েল আহমদ, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা হাবীব সালেহ, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ রাইয়্যান আহমদ, সহসভাপতি হাফিজ আসজদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ ইবরাহিম খলিল, বিশেষ আকর্ষণ হিসেবে দলীয় সংগীত পরিবেশন করেন সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক, জাগরণ পরিচালক আব্দুল করিম দিলদার।

আরো বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়ন জমিয়তের সহসভাপতি মাওলানা আতিকুর রহমান কাসেমী, সহসভাপতি মাওলানা জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কুবাজপুর আন্চলিক শাখা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, যুব জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রাসেল আহমদ, সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আক্তারুজ্জাম রিয়াদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু তাহের, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সৌরভ, ছাত্র জমিয়ত রাণীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা রায়হান আহমদ, সাধারণ সম্পাদক আহমদ মারুফ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ খান, আমজল আহমদ, তারেক আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন