হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নাগরিকরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মিরপুর সহ বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখ করা হয়, বাহুবল থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও এখনো পর্যন্ত বাহুবলবাসী সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ হলেও গ্যাসের উৎপত্তিস্থল বাহুবলেই আজও একটি ঘরেও সরাসরি গ্যাস সংযোগ পৌঁছায়নি। ফলে এখানকার মানুষকে কাঠ, কয়লা ও সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ব্যয়বহুল হওয়ার পাশাপাশি পরিবেশের জন্যও ক্ষতিকর।
স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, “অবিলম্বে বাহুবল উপজেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। এতে যেমন স্থানীয় মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। লিফলেট বিতরণকালে বক্তারা আরও বলেন, “আমাদের মাটির গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে, অথচ আমরা গ্যাস পাচ্ছি না- এ বৈষম্য আর চলতে দেওয়া হবে না।এর আগে তারা উপজেলা প্রশাসনের নিকট এ বিষয়ে একটি স্বারকলিপিও প্রদান করেছেন।