বিশ্বনাথের রামপাশা ইউপিতে জামায়াতের মতবিনিময় সভা

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের (দাঁড়িপাল্লার) সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রামপাশা বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ সংসদীয় আসনের জামায়াত মনোনীতসংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

তিনি বলেন, জমিন যার আইন চলবে তার।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের আর অভাব থাকবেনা।সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো বলেন, দেশের মানুষ যেভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জামায়াত বিজয়ী হয়ে সরকার গঠন করে সত্য শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।

রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক হাফিজ ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,সেক্রেটারি মতিউর রহমান,বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান,উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য হাফিজ মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন, আব্দুল মজিদ মেম্বার, রামপাশা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাষ্টার মনোহর আলী, করিম উল্লাহ, সামসুন্নুর মিয়া, সাজল খান, বদরুল ইসলাম পিয়ার, ইরান আলী, মোহাম্মদ সাহেদ আহমদ।

উক্ত মতবিনিময় সভা স্থানীয় দায়িত্বশীলসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লামারচক গ্রামে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন