কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত জেলার ৯টি থানায় সর্বমোট ৬৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং সাধারণ মানুষের সহযোগিতায় এ বছর দুর্গোৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পূজা সম্পন্ন হওয়ায় আমি জেলার সকল পূজারি, আয়োজক কমিটি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই।