একটি ব্রীজের আসায় পঞ্চাশ বছর পার করছেন উপজেলাবাসী
পুরো দেশেই কম বেশি উন্নয়ন হলেও আমাদের এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও লাগে নি। ছোট একটি খাল সারা বছরই নৌকা ও সাঁকো দিয়ে পারাপার করতে হয়, দেশ স্বাধীন হওয়ার পরেও এই খালে নির্মিত হয়নি একটি সেতু। খাল পার হয়েই সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, জীবনের ঝুঁকি নিয়ে সারা বছর নৌকা বা সাঁকো দিয়ে পারাপার করতে হয় প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের। নির্বাচন আসলে সবাই কথা দেয় ব্রীজ করে দিবেন কিন্তু পরে আর সে কথা মনেই থাকে না প্রায় পঞ্চাশ বছর থেকেই একটি ব্রীজের আসায় আছে পুরো গ্রামবাসী কথা গুলো বলছিলেন দেওয়াননগর গ্রামের মোঃ সুনুর মিয়া।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন ও পান্ডারগাঁও ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর ও হাজীনগর গ্রাম থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকা করে পার হতে হয় শিশু শিক্ষার্থীদের।মাঝেমধ্যে নৌকা থেকে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। ভেজা কাপড় নিয়ে বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়েছে অনেক শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে পড়াশোনা, পড়ালেখা থেকে পিছিয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা তবে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা অভিভাবকদের।
দুই উপজেলার মধ্যখানে প্রত্যন্ত গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। দেওয়াননগর ও হাজীনগর গ্রাম থেকে খাল পার হয়ে যেতে হয় বিদ্যালয়ে কিন্তু একটি ব্রীজের অভাবে কয়েক যোগ থেকে নৌকা দিয়ে পারাপার করতে হয় তাঁদের। শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও সাঁকো।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সরেজমিনে দেখা যায় দেওয়াননগর গ্রাম থেকে একাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার জন্য খালের পারে অপেক্ষা করছেন নৌকার জন্য। জয়েদ আহমদ, ফাহিম আহমদ, ছায়েদ আহমদ, সামাদ আলী, মিম বাহার বেগম,নোহা বেগম,ছামিয়া জান্নাত,ফাহিমা বেগম, তাঁরা প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদককে জানান প্রায় ১০ মিনিট থেকে দাড়িয়ে আছি নৌকার জন্য, প্রতিদিনই অপেক্ষার প্রহর গুনতে হয় আমাদের, খালের উপর একটি ব্রীজ না থাকায় পড়ালেখা থেকে পিছিয়ে পরছি আমরা,বর্ষার মৌসুম আসলে নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত পুরো গ্রামের শিক্ষার্থীরা
দেওয়াননগর গ্রামের শমসর আলী, সুনুর আলী, হাফিজ মুহিবুর রহমান দুদু, মোঃ রমজান আলী, আব্দুল হক,সুজন মিয়াসহ একাধিক অভিভাবকদের অভিযোগ নির্বাচন আসলেই সবাই প্রতিশ্রুতি দেয় ব্রীজ নির্মাণের কিন্তু পরে সেতুর কথা মনেই থাকেনা, আমরা বসবাস করি প্রত্যন্ত গ্রামে পুরো বছরই নৌকা দিয়ে খাল পার হতে হয় আমাদের। সেতু না থাকায় শিক্ষার্থীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত একটি ব্রীজ নির্মাণের জন্য অনুরোধ করছি।
সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা মোঃ সিদ্দিকুর রহমান বলেন পুরো জেলার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি দুর্গম এলাকায় যাতায়াত ব্যাবস্থা খুবি খারাপ বিশেষ করে বর্ষার মৌসুম আসলে দেওয়াননগর হাজীনগর থেকে শিক্ষার্থীরা আসতে পারে না একটি ব্রীজ নির্মান ও রাস্তাঘাট পাকাকরণ হলে পড়ালেখার উন্নতি হবে সেই সাথে রাধানগর গ্রামের একি অবস্থা বর্ষার মৌসুম আসলে নৌকা দিয়ে বিদ্যালয়ে আসতে হয় যার কারনে পড়ালেখা থেকে পিছিয়ে পড়ছে অনেকেই আমাদের দাবি এই এলাকার বিভিন্ন রাস্তা ও ব্রীজ নির্মান করার।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কমকর্তা মোঃ আব্দুল হামিদ বলেন, দেওয়াননগর ও সোনাপুর গ্রামের মধ্যখানে যে খাল আছে সেই খালের উপর একটি নতুন ব্রীজ নির্মাণের জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।