ছাত্রদল নেতা হিফজুরের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম হিফজুর রহমান ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন দক্ষ, সাহসী, পরিক্ষিত ও ইমানদার নেতৃত্ব। তার মৃত্যুতে দল একজন স্বাচ্ছা ইমানদার ও সত্যিকারের সংগঠককে হারালো। তার মৃত্যুতে সংগঠনের যে ক্ষতি হয়েছে তা সহসা পূরণ হওয়ার নয়।
এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুম এম হিফজুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।