স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা

চিকিৎসকরা বলছেন এটি এক বিরল ঘটনা—স্বাভাবিক প্রসবে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম। আরও অবাক করার বিষয়, মা ও পাঁচ শিশুই এখন সুস্থ আছেন।

ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক জানান, গর্ভাবস্থার শুরু থেকেই গৃহবধূটি নিয়মিত চেকআপে ছিলেন। আল্ট্রাসনোগ্রামে একাধিক শিশুর উপস্থিতি ধরা পড়লেও একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম হবে—এটা কেউ কল্পনাও করেননি। তিনি বলেন, “অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে পাঁচ শিশুর জন্ম দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। মা ও নবজাতকরা এখন পর্যবেক্ষণে আছেন। সবাই সুস্থ আছেন, তবে শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় বিশেষ যত্নে রাখা হয়েছে।”

সূত্র:বাংলাদেশ প্রতিদিন

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন