হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা সাতছড়ি জাতীয় উদ্যানের নিরাপত্তা জোরদার ও চুরি-ডাকাতি বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার রামগঙ্গা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিদিন শত শত পর্যটককে আকর্ষণ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ফলে পর্যটন এলাকার নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে এখানে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, সাতছড়ি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়- এটি চুনারুঘাটের গৌরব ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা এবং চুরি-ডাকাতি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুমেল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বিভাগীয় সভাপতি চিত্তরঞ্জন দেব বর্মা সহ সংগঠনের সদস্য রাজীব আহমেদ, হাফিজুর রহমান জসিম, রাকিব আহমেদ, সিফাত আহমেদ, শাহজাহান মিয়া, ফয়সল আহমেদ, সুহেব মিয়া, সাগর আলী, মিজান মিয়া প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক সচেতন নাগরিক অংশ নেন এবং প্রশাসনের কাছে সাতছড়ি এলাকায় দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান।