আয়েশা হক হাসপাতালের ৫৫০টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠান আয়শা হক হাসপাতালের সাফল্যের ধারাবাহিকতায় আধুনিক চিকিৎসা ও মাতৃত্বসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বিয়ানীবাজারের আয়েশা হক হাসপাতাল। সিএমএস গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার পর থেকে হাসপাতালটি নিয়মিতভাবে উন্নত মাতৃত্ব ও নবজাতক সেবা দিয়ে আসছে, দুই বছরে সফলভাবে  প্রায় ৫৫০ টি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছে এই প্রতিষ্ঠানটি। আয়শা হক হাসপাতাল গত   ২০২৩ সাল থেকে ২০২৫ ইং  দুই বছরে  হাসপাতালটিতে প্রায় ৫৫০ টি নরমাল ডেলিভারি (NVD) সফলভাবে সম্পন্ন করেছে। এই সাফল্য স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা এবং হাসপাতালের মানসম্পন্ন সেবারই প্রতিফলন। নিয়মিত ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসক, দক্ষ মিডওয়াইফ ও সেবিকাদের নিরলস পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষেরা জানান, “আমরা মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সবসময় নরমাল ডেলিভারিকে অগ্রাধিকার দিয়ে থাকি। অপ্রয়োজনে সিজারিয়ান থেকে বিরত থাকাই আমাদের নীতির অংশ।”  সিএমএস গ্রুপের ব্যবস্থাপনায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সেবার মানোন্নয়নের ফলে বিয়ানীবাজারের স্বাস্থ্যখাতে এটি এখন এক উল্লেখযোগ্য নাম। এই ধারা অব্যাহত থাকলে আয়েশা হক হাসপাতাল মাতৃত্বসেবায় সিলেট অঞ্চলেই নয়, গোটা দেশের জন্যও একটি রোল মডেল হয়ে উঠবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন