মাধবপুরে ব্র্যাকের উদ্যোগে ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠিত

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”—এই প্রতিপাদ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২০২৫’।

অনুষ্ঠানে বাল্যবিয়ে থেকে মুক্ত থেকে ১৮ বছর পূর্ণ করা কিশোরীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ পেয়ারাবেগম ও ব্র্যাকের ডিএম বিমল বিশ্বাস।

বক্তারা বলেন, এই কর্মসূচি কিশোরীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পথে অনুপ্রাণিত করছে। অংশগ্রহণকারী কিশোরী আকলিমা বেগম বলেন, “আমি পার করেছি আঠারো, এখন স্বপ্ন দেখি নিজের পায়ে দাঁড়ানোর।”

অনুষ্ঠান শেষে সনদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন