হবিগঞ্জের মাধবপুরে মাছ আহরণোত্তর ক্ষতি (Post Harvest Loss) কমিয়ে আনার লক্ষ্যে ‘উত্তম ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে রাজস্ব খাতের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার এবং মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল হক। ভিডিও কলে যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন সিলেট বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ আসাদুল বাকী।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন মৎস্যচাষি। প্রশিক্ষণে মাছ আহরণোত্তর সংরক্ষণ, বিপণন ও ক্ষতি রোধে আধুনিক ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।