সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সিলেট সীমান্তে চোরাচালানকালে ১ কোটি ৫০ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি ও অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এছাড়া গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুইজন চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তিদের পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, “সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন